ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বৈঠকে বসছে বাংলাদেশসহ ২০ দেশ
আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বাংলাদেশসহ অন্তত ২০টি দেশ এক জরুরি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছে।
এই সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে কলম্বিয়ার রাজধানী বোগোতায়, আগামী ১৫ ও ১৬ জুলাই। সম্মেলনের লক্ষ্য হলো দখলদার রাষ্ট্র ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কূটনৈতিক ও আইনি পদক্ষেপ গ্রহণ।
আয়োজক ও সহযোগী দেশ
এই সম্মেলনের আয়োজক সংগঠন ‘দ্য হেগ গ্রুপ’ এবং সহ-আয়োজক কলম্বিয়া সরকার। দক্ষিণ আফ্রিকা সহসভাপতি হিসেবে থাকবে এবং ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে সহায়তা করবে।
অংশগ্রহণকারী দেশসমূহ:
- বাংলাদেশ
- আলজেরিয়া
- বলিভিয়া
- ব্রাজিল
- চিলি
- চীন
- কিউবা
- জিবুতি
- হন্ডুরাস
- ইন্দোনেশিয়া
- আয়ারল্যান্ড
- লেবানন
- মালয়েশিয়া
- নামিবিয়া
- নিকারাগুয়া
- ওমান
- পর্তুগাল
- কাতার
- স্পেন
- তুরস্ক
- সেইন্ট ভিনসেন্ট ও দ্য গ্রিনাডিনেস
- উরুগুয়ে
- ফিলিস্তিন
জাতিসংঘ ও অন্যান্য গুরুত্বপূর্ণ অতিথি:
সম্মেলনে উপস্থিত থাকবেন:
- ফ্রান্সেসকা আলবানিজ – জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ প্রতিনিধি
- ফিলিপে লাজ্জারিনি – ফিলিস্তিনি শরণার্থী সংস্থার প্রধান
- তলালেং মোফোকেং – জাতিসংঘের স্বাস্থ্য অধিকার বিষয়ক বিশেষজ্ঞ
দক্ষিণ আফ্রিকার কড়া বার্তা
দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক মন্ত্রী রোল্যান্ড লামোলা বলেন, “এই সম্মেলন একটি স্পষ্ট বার্তা দেবে— কোনো দেশই আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো অপরাধই জবাবদিহির বাইরে থাকবে না।”
দ্য হেগ গ্রুপ সম্পর্কে
‘দ্য হেগ গ্রুপ’ গঠিত হয় ২০২৪ সালের ৩১ জানুয়ারি, নেদারল্যান্ডসে।
প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্রগুলো হলো:
- বলিভিয়া
- কলম্বিয়া
- কিউবা
- হন্ডুরাস
- মালয়েশিয়া
- নামিবিয়া
- সেনেগাল
- দক্ষিণ আফ্রিকা
এই জোটের প্রধান লক্ষ্য হলো ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করা।
তথ্যসূত্র: দ্য মিডল ইস্ট আই, RTV News