মুক্তকলম ২৪

কুয়েতগামী বাংলাদেশি শ্রমিকদের জন্য ন্যূনতম বেতন নির্ধারণ, ১ আগস্ট থেকে কার্যকর

কুয়েতগামী বাংলাদেশি শ্রমিকদের জন্য ন্যূনতম বেতন নির্ধারণ, ১ আগস্ট থেকে কার্যকর

কুয়েতগামী বাংলাদেশি শ্রমিকদের জন্য ন্যূনতম বেতন নির্ধারণ, ১ আগস্ট থেকে কার্যকর



প্রথমবারের মতো কুয়েতগামী বাংলাদেশি শ্রমিকদের জন্য ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করেছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। আগামী ১ আগস্ট ২০২৫ থেকে এই বেতন কাঠামো কার্যকর হবে। নতুন ভিসার ক্ষেত্রে এই নিয়ম বাধ্যতামূলকভাবে অনুসরণ করতে হবে নিয়োগদাতাদের।

প্রতিবছর হাজার হাজার বাংলাদেশি শ্রমিক কুয়েতে পাড়ি জমান। এতদিন এসব শ্রমিকদের জন্য নির্দিষ্ট কোনো বেতন কাঠামো ছিল না, ফলে নানাভাবে শোষণের শিকার হতেন অনেকে। এবার দূতাবাসের এই উদ্যোগকে একটি যুগান্তকারী ও শ্রমিকবান্ধব পদক্ষেপ হিসেবে দেখছেন প্রবাসীরা।

নতুন বেতন কাঠামো অনুযায়ী:

∆ গৃহকর্মী: ১২০ কুয়েতি দিনার

∆ বাসার ড্রাইভার ও রাঁধুনি: ১৫০ কুয়েতি দিনার

∆ সরকারি চুক্তিভুক্ত (আকুদ হুকমি) অদক্ষ শ্রমিক: ৯০ দিনার

∆ আকুদ আহলি (বেসরকারি) অদক্ষ শ্রমিক: ১২০ দিনার

∆ দক্ষ ড্রাইভার: ১২০ দিনার

∆ দক্ষ শ্রমিক: ১৫০ দিনার


🔸 উল্লেখ্য, এই বেতন দৈনিক ৮ ঘণ্টা কাজের ভিত্তিতে নির্ধারিত হয়েছে।

বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্ধারিত এই ন্যূনতম বেতন কাঠামো না মানলে কোনো ভিসা সত্যায়ন করা হবে না। অর্থাৎ নিয়োগকারী যদি ন্যূনতম বেতন না দেন, তবে প্রবাসীর কাগজপত্র ভেরিফাই হবে না।

এ বিষয়ে প্রবাসীদের মত, “নতুন শ্রমিকদের জন্য এটি অবশ্যই ইতিবাচক পদক্ষেপ। তবে এটি যেন কেবল কাগজে-কলমে না থাকে, বাস্তবায়নে দূতাবাসের কঠোর নজরদারি জরুরি।”


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন
মুক্তকলম ২৪

📢 মুসলিম বিশ্বের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ জানতে নিয়মিত ভিজিট করুন মুক্তকলম২৪
আমাদের
ফেসবুক পেজটেলিগ্রাম চ্যানেল-এ যুক্ত থাকুন আজই!