চাঁদপুরে জুমার নামাজ শেষে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যাচেষ্টা, হামলাকারী আটক
চাঁদপুর শহরের প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে জুমার নামাজের পর ধারালো চাপাতি দিয়ে খতিব মাওলানা নূরুর রহমান মাদানী (৬০)-কে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে বিল্লাল হোসেন (৫০) নামের এক ব্যক্তি। শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজ শেষে এই ভয়াবহ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।
স্থানীয় সূত্র জানায়, কয়েক সপ্তাহ আগে এক জুমার খুতবায় হযরত মুহাম্মদ (সা.)-কে 'ইসলামের বার্তাবাহক' হিসেবে উল্লেখ করেছিলেন খতিব নূরুর রহমান, যা ব্যক্তিগতভাবে অপমানজনক মনে করেন অভিযুক্ত বিল্লাল। সেই ক্ষোভ থেকে তিনি পরিকল্পিতভাবে আজ জুমার পর খতিবের ওপর হামলা চালান।
হামলাকারীর হাতে থাকা চাপাতিতে লেখা ছিল:
"আমার নবীজীকে অপমান করার কারণে তাকে হত্যা করা হলো।"
প্রত্যক্ষদর্শী মুসল্লিরা জানান, জুমার ফরজ নামাজ শেষে অধিকাংশ মুসল্লি মসজিদ ত্যাগ করলেও খতিব তখনও নামাজে ছিলেন। ঠিক সে সময়েই অভিযুক্ত বিল্লাল হোসেন মোড়ানো চাপাতি বের করে খতিবকে উপর্যুপরি কোপাতে থাকেন। এ সময় খতিবের কান মারাত্মকভাবে জখম হয়।
পরে আশপাশের মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি মো. বাহার মিয়া বলেন,
> "আসামি বিল্লাল হোসেন খতিবের বয়ানে অসন্তুষ্ট হয়ে ক্ষিপ্ত হয়ে এই হামলা চালিয়েছেন। তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।"
📰 সংবাদ সংক্ষেপে:
🕌 স্থান: চাঁদপুর শহর, মোল্লা বাড়ি জামে মসজিদ
📅 সময়: ১১ জুলাই, জুমার পর
👤 আহত: মাওলানা নূরুর রহমান মাদানী (খতিব)
🗡️ আসামি: বিল্লাল হোসেন
🚓 অবস্থা: আটক, মামলা দায়ের